Powered By Blogger

শনিবার, ১০ মে, ২০১৪

পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

একটা চাঁদ ছাড়া রাত আধাঁর কালো, 
মায়ের মমতা ছাড়া কে থাকে ভাল, 
মাগো মা, মাগো মা .....
তুমি চোখের এতো কাছে থেকেও দূরে কেন বল না?
মাগো মা...মাগো মা....
একটু স্নেহ, একটু আদর একটু তোমার মায়া 
তাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া, 
মাগো মা....মাগো মা.....
তোমার কাছে আশা সকল বাধঁন এবার তোল না । 
মাগো মা....মাগো মা......। 
খাঁচার পাখি খাচায় বসে দূরের আকাশ দেখে
কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে?
মাগো মা, মাগো মা....
তোমার চরণধূলা নেবার আশা পূর্ণ হলো না,
মাগো মা, মাগো মা,,,,,,,,,

পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

এম.বোরহান উদ্দিন রতন
ব্লগার ও আইটি এক্সপার্ট