সব কিছু মহান সৃষ্টিকর্তার অনুদানঃ
ব্যক্তি জীবনে আমি কোন রাজনৈতিক দলের সসদ্য নয়।আমি অতি সাধারন এক নাগরিক
ভ্যবিষ্যতে ও কোন দলের সদস্য হওয়ার্ ইচ্ছে নাই। আর বাংলাদেশে যে দিন পর্যন্ত সুষ্ঠু ও প্রতিহিংসার রাজনীতির
অবসান হবে না ততদিন আমি সকল রাজনৈতিক নেতাদের দেশ প্রেমিক হিসেবে মেনে নিতে পারবো না। আমার মতে তারা
রাজনীতি করে নিজের জন্য দেশের জন্য নয়। এটি চিরন্তন সত্য, আর সব চেয়ে অবাক লাগে আমার দেশে জন্ম নেওয়া সেই
অবাগাদের জন্য তারা কী আল্লাহর কোন অনুগ্রহ পায় নাই? তারা কি মহান রবের কোন অনুগ্রহ ছাড়া বেছে আছে?
৯০ % মুসলিম দেশে তারা কীভাবে আমর রাসূল (স:) কে নিয়ে কুটোক্তি করে ? তাদের এতো বড় দূরসাহস হলো কি করে ?
বিশ্বের বিভিন্ন দেশের মনিষরা আজ পর্যন্ত যে সব মহা মানবরে জীবনী লিখছেন তার প্রতিটি বই তে ১ নং মহান সেরা ব্যক্তিটি হল
দোজাহানের বাদশা, আল্লাহর প্রেয়ারে নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারী, মানব জাতির পথপ্রদশক সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মাবন
বিশ্ব নবী হযতর মুহম্মদ (স:) এর নাম সবার উপর দিয়েছেন। আর কোন দেশের ইয়াহুদি অমুসলিম দের ও এতা বড় সাহস হয় নাই
আমার নবী কে নিয়ে এতো বড় দুসাহস দেখাতে । বড় হতবাগা জাতি হিসেবে আমি বিশ্বের জনসংখ্যার দিকদিয়ে ২য় বৃহত্তম এই দেশে জন্ম
নিয়ে আমার রাসূল (স:) কে নিয়ে কুটুক্তি করতে দেখলাম, তার জন্য মহান রাব্বুল আলামীন এর কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা চাই ।
কারণ মহান আল্লাহ কোরআন এ অসংখ্য বার উল্লেখ করেছেন যে আমার নবীর সনে বেয়দবীর কোন ক্ষমা নাই , তাই আমাদের উপর
একের পর এক গজব নাযিল হচ্ছে। আল্লাহর কাছে আমি পাপির আকুতি তুমি নবীর দুশমনদের হেদায়েত দাও, আর তার যদি হেদায়েত এর
যোগ্য না হয় তবে তুমি তাদের ধ্বংস করে দাও, তাদের জন্য আমাদের এই দেশ এর উপর গজব নাযিল করিও না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন