Powered By Blogger

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

ইসলাম ও ইসলামী জীবন ব্যবস্থা

M.Borhan Uddin Ratan 

Blogger & IT Expert  

ইসলাম শান্তির ধর্ম, আর পূরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই ইসলাম, যারা কথায় কথায় বলে 
ধর্ম নিয়ে রাজনীতি নাকি ইসলামে নাই, তাদের বলতে চাই পরিপূর্ণ শব্দের সঠিক অর্থ জেনে নিবেন। 
ইসলামে শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাত, ইত্যাদির পালনের মধ্যে সিমাবদ্ধ নয় । ইসলাম আপনাকে 
সঠিক পথে চলার জন্য, সঠিক ভাবে সিদ্ধন্ত নেওয়ার জন্য বলেছে, আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হলে 
কনো দিন এইদেশে শান্তি, শৃঙ্খলা, ও দেশ উন্নত হবে না । হয়তো আপনি বলতে পারেন, অমুসলিম দেশ কি আমাদের চেয়ে পিছিয়ে আছে 
?
আমি বলবো হাঁ পিছিয়ে আছে, কারণ হিসেবে বলবো বর্তমান বিশ্বে সকল অশান্তির মুল কারণ ঐ পশ্চিমারা, তারা যেমন পৃথিবী ধ্বংস করার জন্য বানাচ্ছে পারমানবিক বোমা, আর মুসলিম ধ্বংস করার জন্য তাদের সকল সূক্ষ্ম শক্তি প্রয়োগ করে চলছে। আর নারী সমাজের কথা বললে 
আমি আপনাদের কে বলবো আমাদের প্রতিবেশি দেশ ভারতের দিকে তাকানো জন্য যেখানে প্রতিনিয়তই কোন না কোন নীরা নির্যাতনের শিকার হচ্ছে, কই নির্যাতন কারীরা তো মুসলিম না, তার পরও কেন বার বার কোন ঘটনা ঘটলে মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া হয় ? আর আপনি সৌদি আরব এর কথা বলুন, যেখানে কোন নারী হিজাব ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না , তাই বলে কী তারা কী আমাদের মত অনুন্নত দেশ?
তারা তো পুরো এশিয়ার মধ্যে একটি ক্ষমতাধর রাষ্ট্র, আর তাদের নারীরাও শিক্ষা থেকে বঞ্চিত নয়। ইসলাম নারীর অধিকার, মর্যদা দেয় নাই তো কে দিয়েছে? ইসলাম নারীদের প্রধান মিন্ত্রী ছাড়া সব কাজে অংশ গ্রহণ করতে আদেশ দিয়েছে, তবে তা হতে হবে পর্দার সহিত, আর বেহায়াপনাই সকল পাপাচার এর মূল কারণ, আজকাল নারীরা যে ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে তা কি কোন মুসলিম দেশের সভ্যতা হতে পারে ?
আমি নারীদের প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা মায়ের জাতি আপনাদের পায়ের নিচে সন্তোনের বেহেশত তাই আপনাদের ঐ সম্মান টিকে রাখার দায়িত্ব আপনাদেরই, আর একটি কথা মনে রাখবেন কোন খোলা খাদ্যের প্রতি যেমন মাছি, বসে ঠিক কোন হিজাব ছাড়া নারীর উপরও 
দুষকৃতি কারীদের নজর পড়ে, আর হিজাব/শর্ট পোষাকে যদি আধুনিকতা হয়, তবে বিশ্বের সবচেয়ে আধুনিক হল পশু-পাখি, এই কথা টি মনে রাখবেন। 

৩টি মন্তব্য: