শনিবার, ১০ মে, ২০১৪
পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।
একটা চাঁদ ছাড়া রাত আধাঁর কালো,
বুধবার, ৫ মার্চ, ২০১৪
আবেগ দিয়ে খাঁটি মুসলিম হওয়া যায় না
ভারতীয় উপমহাদেশে ইসলাম ও কুংস্কার :
বাংলাদেশ তথা পুরো উপমহাদেশে ইসলাম এর আগমন হয়েছে পরী ওলি আউলিয়াদের আগমনের ফলে
এবং এখনকার মানুষ গুলো প্রকৃত ইসলামের দিক্ষায় দিক্ষিত হওয়ার সুযোগ পায়নি, যার কারণ আলাদা
সংস্কৃতি ও মুল্যবোধ, সবচেয়ে বড় কথা হলো আমরা যারা আজ শান্তির ধর্ম ইসলাম এর পতাকা তলে
আছি আমাদের বেশীর ভাগের পূর্ব পুরুষ কোন না কোন ধর্মান্তারিত, যেমন, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান পুরোনো ধর্ম থেকে ইসলামের আলোয় এসেছে,
যার ফলে এখন আমরা সম্পূর্ন ইসলাম কি তা বুঝতে পারিনি ।
যেমন অনেক অপসংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি, তা মূলত ইসলামী সংস্কৃতি নয়, বিশেষ করে বিয়ে, ও বিভিন্ন অনুষ্ঠানে আজকে যা হয় তা কোন ভাবে শরিয়ত সম্মত নয় ।
আর এইদেশে কিছু ইসলামী নামধারী বাদ্যযন্ত্র দিয়ে তারা ইবাদত করে, বিশেষ করে মাইজবান্ডারী তরিকত যারা দাবী করে তারা ।
ইসলাম শান্তির ধর্ম এখানে বোন ঢোল বাদ্য গ্রহণ যোগ্য নয়,
আর আমদের এই ইসলামী মুল্যবোধ নষ্টের মূল কারণ প্রাচীন ধর্ম থেকে বর্তমানে ইসলামে ধর্মান্তরিত হওয়ার কারণ । আর তাদের মধ্যে এক ধরণের গোড়ামী কাজ করে, তারা প্রকৃত কোরআন -হাদিস কি বলে তা মানতে নারাজ ।
আল্লাহ সবাইকে সঠিক ইসলামী দিক্ষায় দিক্ষিত হওয়া সুযোগ দিন ।
(আমীন )
এম বোরহান উদ্দিন রতন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)