এম বোরহান উদ্দিন রতন
বিজ্ঞান মানুষকে চলার পথে বেগ দিয়েছে ঠিকই, কিন্তু মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে আবেগ ও পরিশ্রম করার মানসিকতা । এবং দিন দিন মানুষ অলস হয়ে যাচ্ছে মানুষের মধ্যে আত্মচেতনার অভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে । আর নানা যান্ত্রিকতায় আক্রান্ত হয়ে বাড়ছে বিভিন্ন প্রকার জটিল সমস্যা যার কারন আধুনিক প্রযুক্তি । আমি প্রযুক্তির সব কিছুকে দোষারপ করবো না প্রযুক্তি না হলে মানুষ আজ এতো উন্নত ও সভ্যতার আলোতে পৌছাতে পারতো না তা একেবারেই সত্য । কিন্তু আজ মানুষেল চলার পথে বা সাংসারিক জীবন থেকে শুরু করে প্রায় সব কাজে আমরা একটু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি যা আমাদেরকে মারাক্তক বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে । যেমন আজকাল মানুষের গড় আয়ু পর্যলোচনা করলে দেখা যায় এর প্রমাণ । এক সময় মানুষ ১০০-২০০ ছিল গড় আয়ু আর বর্তমানে মনুষের গড় আয়ু কমে গিয়ে ৬৫-৭০ এ দাড়িয়েছে। যার কারণ প্রাকিৃতিক খাবার ও সুন্দুর স্বাস্থ্যকর পরিবেশ । আমরা কি খাচ্ছি ?? তা কি আমরা জানি ??? আমাদের দেশে যে এমন কোন খাদ্যা দব্য নেই যার মধ্যে রাসায়নিক দব্য মিশ্রন হয় না এবং ভেজাল মেশানো হয় না । আজকাল মানুষ নির্ভয়ে বাজারের কোন পন্য কিনতে পারে না ।