Powered By Blogger

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

আধুনিক প্রযুক্তি ও তার প্রতিকার



এম বোরহান উদ্দিন রতন 

বিজ্ঞান মানুষকে চলার পথে বেগ দিয়েছে ঠিকই, কিন্তু মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে আবেগ ও পরিশ্রম করার মানসিকতা । এবং দিন দিন মানুষ অলস হয়ে যাচ্ছে মানুষের মধ্যে আত্মচেতনার অভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে । আর নানা যান্ত্রিকতায় আক্রান্ত হয়ে বাড়ছে বিভিন্ন প্রকার জটিল সমস্যা যার কারন আধুনিক প্রযুক্তি । আমি প্রযুক্তির সব কিছুকে দোষারপ করবো না প্রযুক্তি না হলে মানুষ আজ এতো উন্নত ও সভ্যতার আলোতে পৌছাতে পারতো না তা একেবারেই সত্য । কিন্তু আজ মানুষেল চলার পথে বা সাংসারিক জীবন থেকে শুরু করে প্রায় সব কাজে আমরা একটু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি যা আমাদেরকে মারাক্তক বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে । যেমন আজকাল মানুষের গড় আয়ু পর্যলোচনা করলে দেখা যায় এর প্রমাণ । এক সময় মানুষ ১০০-২০০ ছিল গড় আয়ু আর বর্তমানে মনুষের গড় আয়ু কমে গিয়ে ৬৫-৭০ এ দাড়িয়েছে। যার কারণ প্রাকিৃতিক খাবার ও সুন্দুর স্বাস্থ্যকর পরিবেশ । আমরা কি খাচ্ছি ?? তা কি আমরা জানি ??? আমাদের দেশে যে এমন কোন খাদ্যা দব্য নেই যার মধ্যে রাসায়নিক দব্য মিশ্রন হয় না এবং ভেজাল মেশানো হয় না । আজকাল মানুষ নির্ভয়ে বাজারের কোন পন্য কিনতে পারে না ।

এই দেশেও কোন একদিন মিশর এর মতো- ইসলাম কে রক্ষা করতে অকাতরে প্রাণ দিতে হবে !



হিজাব বনাম নারীর স্বাধীনতা

হিজাব বনাম নারীর স্বাধীনতা  

ইসলাম নারী মর্যদা দেয় নাই তো কে দিয়েছে, পবিত্র ধর্ম ইসলামে নারীর সম্মান এর প্রতি বেশী গুরুত্ব দিয়েছে, তাই মায়ের পায়ের নিয়ে সন্তান এর বেহেশত বলা হয়েছে । এক কথায় নারী হচ্ছে মায়ের জাতি, অতচ আজ নারী সমাজ নিজেদের মর্যাদা ও সম্মান নিজেরোই ধ্বংস করতে যাচ্ছে । তার একমাত্র কারণ ইসলামের আনুগত্য ও ধর্মী অনুশাসন মেনে চলতে তারা পছন্দ করে না। কোরআনে কারিমে ও হাদিস শরীফে নারীর পর্দা (হিজাব ) পরিধানের কাথা খুব কঠোর কাভে বলা হয়েছে । কিন্ত বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় হিজাব তো দূরে থাক তারা একটি সভ্য পোষাক পরতে পছন্দ করে না । এবং দেশের বিভিন্ন স্কুল কলেজে মেয়েদেরকে হিজাব না পরার জন্য বাধ্য করা হচ্ছে । যা অত্যন্ত দুঃখ জনক ও ধর্মের বিরুদ্ধচারণ । তাই আজ প্রতিনিয়ত কোন না কোন জায়গায় ধর্ষন হচ্ছে আমার কোন বোন কোন মা । এবং বিভিন্ন ভাবে তারা আজ নির্যাতিত তার একটাই কারন হিজাব পরিধন না করা । আমরা যখন কোন দোকানে পণ্য কিনতে যাই তখন বিন্দু মাত্র জ্ঞান যার আছে সেও ভাল ভাবে বলেদেন ভালটা দিতে এবং যে পন্যটার প্যাকেট করা সেই পন্যটা কিনতে চাই, নিশ্চয় কেই খোলা খাবার ও খেতে চায় না । আমারা সবাই জানি খোলা খাবারে মাছি বসবেই । তাই আমি নারীদের উপদেশ দিব আপনারা বর্তামান বিশ্বয়নের যুগে নিজেকে সুউচ্চ স্থানে নিয়ে যান ততে দেশ ও জাতি উপকৃত হবে । তবে তা যেন হয় পর্দার সহিত ।