Powered By Blogger

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

ইসলাম ও ইসলামী জীবন ব্যবস্থা

M.Borhan Uddin Ratan 

Blogger & IT Expert  

ইসলাম শান্তির ধর্ম, আর পূরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই ইসলাম, যারা কথায় কথায় বলে 
ধর্ম নিয়ে রাজনীতি নাকি ইসলামে নাই, তাদের বলতে চাই পরিপূর্ণ শব্দের সঠিক অর্থ জেনে নিবেন। 
ইসলামে শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাত, ইত্যাদির পালনের মধ্যে সিমাবদ্ধ নয় । ইসলাম আপনাকে 
সঠিক পথে চলার জন্য, সঠিক ভাবে সিদ্ধন্ত নেওয়ার জন্য বলেছে, আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হলে 
কনো দিন এইদেশে শান্তি, শৃঙ্খলা, ও দেশ উন্নত হবে না । হয়তো আপনি বলতে পারেন, অমুসলিম দেশ কি আমাদের চেয়ে পিছিয়ে আছে 
?
আমি বলবো হাঁ পিছিয়ে আছে, কারণ হিসেবে বলবো বর্তমান বিশ্বে সকল অশান্তির মুল কারণ ঐ পশ্চিমারা, তারা যেমন পৃথিবী ধ্বংস করার জন্য বানাচ্ছে পারমানবিক বোমা, আর মুসলিম ধ্বংস করার জন্য তাদের সকল সূক্ষ্ম শক্তি প্রয়োগ করে চলছে। আর নারী সমাজের কথা বললে 
আমি আপনাদের কে বলবো আমাদের প্রতিবেশি দেশ ভারতের দিকে তাকানো জন্য যেখানে প্রতিনিয়তই কোন না কোন নীরা নির্যাতনের শিকার হচ্ছে, কই নির্যাতন কারীরা তো মুসলিম না, তার পরও কেন বার বার কোন ঘটনা ঘটলে মুসলিমদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া হয় ? আর আপনি সৌদি আরব এর কথা বলুন, যেখানে কোন নারী হিজাব ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না , তাই বলে কী তারা কী আমাদের মত অনুন্নত দেশ?
তারা তো পুরো এশিয়ার মধ্যে একটি ক্ষমতাধর রাষ্ট্র, আর তাদের নারীরাও শিক্ষা থেকে বঞ্চিত নয়। ইসলাম নারীর অধিকার, মর্যদা দেয় নাই তো কে দিয়েছে? ইসলাম নারীদের প্রধান মিন্ত্রী ছাড়া সব কাজে অংশ গ্রহণ করতে আদেশ দিয়েছে, তবে তা হতে হবে পর্দার সহিত, আর বেহায়াপনাই সকল পাপাচার এর মূল কারণ, আজকাল নারীরা যে ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে তা কি কোন মুসলিম দেশের সভ্যতা হতে পারে ?
আমি নারীদের প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা মায়ের জাতি আপনাদের পায়ের নিচে সন্তোনের বেহেশত তাই আপনাদের ঐ সম্মান টিকে রাখার দায়িত্ব আপনাদেরই, আর একটি কথা মনে রাখবেন কোন খোলা খাদ্যের প্রতি যেমন মাছি, বসে ঠিক কোন হিজাব ছাড়া নারীর উপরও 
দুষকৃতি কারীদের নজর পড়ে, আর হিজাব/শর্ট পোষাকে যদি আধুনিকতা হয়, তবে বিশ্বের সবচেয়ে আধুনিক হল পশু-পাখি, এই কথা টি মনে রাখবেন। 

সব কিছু মহান সৃষ্টিকর্তার অনুদান

সব কিছু মহান সৃষ্টিকর্তার অনুদানঃ 

ব্যক্তি জীবনে আমি কোন রাজনৈতিক দলের সসদ্য নয়।আমি অতি সাধারন এক নাগরিক 
ভ্যবিষ্যতে ও কোন দলের সদস্য হওয়ার্ ইচ্ছে নাই। আর বাংলাদেশে যে দিন পর্যন্ত সুষ্ঠু ও প্রতিহিংসার রাজনীতির 
অবসান হবে না ততদিন আমি সকল রাজনৈতিক নেতাদের দেশ প্রেমিক হিসেবে মেনে নিতে পারবো না। আমার মতে তারা
রাজনীতি করে নিজের জন্য দেশের জন্য নয়। এটি চিরন্তন সত্য, আর সব চেয়ে অবাক লাগে আমার দেশে জন্ম নেওয়া সেই 
অবাগাদের জন্য তারা কী আল্লাহর কোন অনুগ্রহ পায় নাই? তারা কি মহান রবের কোন অনুগ্রহ ছাড়া বেছে আছে?
৯০ % মুসলিম দেশে তারা কীভাবে আমর রাসূল (স:) কে নিয়ে কুটোক্তি করে ? তাদের এতো বড় দূরসাহস হলো কি করে ?
বিশ্বের বিভিন্ন দেশের মনিষরা আজ পর্যন্ত যে সব মহা মানবরে জীবনী লিখছেন তার প্রতিটি বই তে ১ নং মহান সেরা ব্যক্তিটি হল 
দোজাহানের বাদশা, আল্লাহর প্রেয়ারে নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারী, মানব জাতির পথপ্রদশক সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মাবন
বিশ্ব নবী হযতর মুহম্মদ (স:)  এর নাম সবার উপর দিয়েছেন। আর কোন দেশের ইয়াহুদি অমুসলিম দের ও এতা বড় সাহস হয় নাই 
আমার নবী কে নিয়ে এতো বড় দুসাহস দেখাতে । বড় হতবাগা জাতি হিসেবে আমি  বিশ্বের জনসংখ্যার দিকদিয়ে ২য় বৃহত্তম এই দেশে জন্ম
নিয়ে আমার রাসূল (স:) কে নিয়ে কুটুক্তি করতে দেখলাম, তার জন্য মহান রাব্বুল আলামীন এর কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা চাই । 
কারণ মহান আল্লাহ কোরআন এ অসংখ্য বার উল্লেখ করেছেন যে আমার নবীর সনে বেয়দবীর কোন ক্ষমা নাই , তাই আমাদের উপর
একের পর এক গজব নাযিল হচ্ছে। আল্লাহর কাছে আমি পাপির আকুতি তুমি নবীর দুশমনদের হেদায়েত দাও, আর তার যদি হেদায়েত এর 
যোগ্য না হয় তবে তুমি তাদের ধ্বংস করে দাও, তাদের জন্য আমাদের এই দেশ এর উপর গজব নাযিল করিও না।